প্রকাশিত: Sat, Jun 3, 2023 4:46 PM
আপডেট: Fri, May 9, 2025 2:15 PM

৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে ইসির গেজেট প্রকাশ

নাহিদ হাসান: নির্বাচন কমিশন (ইসি) ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে। কিছু আসনে সামান্য পরিবর্তন এনে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য এ গেজেট প্রকাশ করা হয়। সূত্র: ইত্তেফাক 

শনিবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকার জারি হয়েছে। এতে জানানো হয়, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন অনুযায়ী জাতীয় সংসদের পুননির্ধারিত নির্বাচনি এলাকাসমূহের প্রাথমিক তালিকা প্রজ্ঞাপন আকারে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ হয়। ওই বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৩ এর অধীন পুননির্ধারিত নির্বাচনি এলাকা বিষয়ে দাবি/আপত্তি/সুপারিশ/মতামত আহ্বান করা হয়। পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রাপ্ত দাবি/আপত্তি/সুপারিশ/মতামতের ওপর প্রকাশ্য শুনানি গ্রহণ করে নির্বাচন কমিশন। সূত্র: ইত্তেফাক

যেসব আসনে পরিবর্তন: চূড়ান্ত তালিকা পর্যালোচন করে দেখা গেছে পিরোজপুর-১ ও ২, গাজীপুর ২ ও ৫, ফরিদপুর ২ ও ৪, কুমিল্লা ১ ও ২ এবং নোয়াখালী ১ ও ২ আসনে পরিবর্তন এসেছে।

পিরোজপুর-১ আসন আগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। এ আসনের সীমানা পুনর্র্নিধারন করে নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে ইন্দুরকানী উপজেলা যুক্ত করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আগে পিরোজপুর-২ আসনের অংশ ছিলো। আর নেছারাবাদ উপজেলাকে পিরোজপুর-২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড গাজীপুর-২ আসনের সাথে যুক্ত করা হয়েছে। আগে এই ওয়ার্ড গাজীপুর-৫ সংসদীয় আসনে ছিল।

ফরিদপুর-২ আসন থেকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেয়া হয়েছে? ফরিদপুর-৪ আসনে আগে এই ইউনিয়ন বাদে সদরপুর উপজেলা ছিল, এখন পুরো সদরপুর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুমিল্লা-১ আসন থেকে মেঘনা উপজেলাকে বাদ দেয়া হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে তিতাস উপজেলাকে।  কুমিল্লা-২ সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে মেঘনা উপজেলাকে।

নোয়াখালী ১ ও ২ আসনের সীমানায় একটি ইউনিয়ন রদবদল করা হয়েছে। নোয়াখালী-১ থেকে বজরা ইউনিয়ন কেটে নোয়াখালী-২ আসনে যুক্ত করা হয়েছে।

নোয়াখালী-২ সংসদীয় আসন আগে সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও আম্বর নগর নিয়ে গঠিত ছিল। এবার এই তিন ইউনিয়ন ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নকে এই আসনে যুক্ত করা হয়েছে।

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নতুন গঠিত প্রশাসনিক এলাকা অন্তর্ভুক্তের ফলে কিছু আসনের সীমানায় পরিবর্তন এসেছে।

এর মধ্যে রয়েছে ময়মনসিংহ-৪, মাদারীপুর-৩, সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৭, সিলেট ১, সিলেট-৩ ও কক্সবাজার-৩ আসন।


কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন করবে। বিডিনিউজ২৪.কম, সম্পাদনা: এল আর বাদল